নির্বাচিত তাফসির : সূরা ফাতিহা - ড. সাইয়্যেদ মুহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসি ওয়া সিদ্দিকি

সূরা ফাতেহা হলো কুরআনের সর্ব প্রথম সূরা। যা আমরা নামাজে সবাই পড়ে থাকি। প্রতিটা মুসলিমেরই এই সূরাটি সূখস্থ রয়েছে।


কিন্তু আমরা কি এই সূরাটির মমার্থ জানি ? আমরা কি জানি এই সূরাটির মাধ্যমে আল্লাহ বান্দার সাথে কথাকপোথন করেন ? এই সূরাটির মমার্থ যখন আপনি জানবেন, তখন নামাজের মজা বহুগুনে বেড়ে যাবে। 

এই লক্ষেই সব শ্রেনীর মানুষের জন্য সূরাটির তাফসির করেছেন এই সময়ে অন্যতম আলেমে দ্বীন, সময়ের সাহসী মানুষ ড. সাইয়্যেদ মুহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসি হাফি: ।
এই বইটি আপনাকে সূরা ফাতেহাকে নতুন করে পরিচয় করিয়ে দিবে, সূরা ফাতের মর্ম উপলব্ধি করতে সহয়তা করবে। প্রতি রাকাত সালাতে পঠিত এই সূরাটির অর্থ ব্যাখ্যা জানার মাধ্যমে আপনাকে সালাতে মনোযোগী করে তুলতে সাহায্য করবে ইনশাআল্লাহ। 

বইটিতে সুরা ফাতিহার সারমর্ম সংক্ষেপে সহজ ভাষায় সাধারণ মানুষের বোঝার উপযোগী করে লেখা হয়েছে। আর এক্ষেত্রে তিনি কুরআনুল কারিম, সহিহ হাদিস এবং নির্ভরযোগ্য তাফসিরের কিতাব থেকে তাফসির করেছেন এবং বিষয়ের সাথে সংশ্লিষ্ট অনেক তথ্য ও গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। সুতরাং বইটির মাধ্যমে সাধারণ ও বিশেষ সকল ধরণের পাঠকই উপকৃত হবেন, ইনশাআল্লাহ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ