নভেম্বর রোড : লু বার্নি | November Road : Lou Barney

  • বই : নভেম্বর রোড
  • লেখক : লু বার্নি
  • অনুবাদ : কুদরতে জাহান
  • আদী প্রকাশনী
  • রেটিং : ৭/১০


এটা একটা হিস্টোরিকাল ফিকশন যাতে থ্রিল/সাসপেন্স আছে,তবে খুব জমজমাট থ্রিলার বলা যাবে না । কেনেডি হত্যার পরে ষাটের দশকের আমেরিকান মাফিয়াদের নিয়ে একটা থ্রিলিং রোড ট্রিপ বলা যায় বইটাকে সাথে ছিলো কিছু প্রাসঙ্গিক এডাল্ট রোমান্স। মাঝখানে একটু স্লো লেগেছে। লেখকের লেখনী, হিউমার এর প্রয়োগ আর উপমার ব্যবহার প্রশংসণীয়, যা অনুবাদক নিপুণ দক্ষতায় অক্ষুণ্ণ রেখেছেন। বানান ভুল ছিলোনা বললেই চলে। 

যারা হিস্টোরিকাল ফিকশন পছন্দ করেন তাদের জন্য রিকমন্ডেড।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ