নুসাইবা - আব্দুল্লাহ বিন মুহাম্মাদ | Nusaiba By Abdullah Bin Muhammad
যদিও পাঠক হিসেবে আমি সামান্য কিছু বই-ই পড়েছি। তার মাঝে আবদুল্লাহ বিন মুহাম্মাদের নুসাইবা বইটি একটি। একজন মুসলিম নারী হিসেবে ইসলামের কাছে আপনার কী কী প্রশ্ন থাকতে পারে। উত্তরসহ এই নুসাইবা চরিত্রে তুলে ধরা হয়েছে। বইটি একবার শেষ করে আবার পড়ছি। ভালো লাগছে, জানার পরিধিও যেন বাড়ছে। শেষ করে ভালোভাবে বইটির রিভিউ দেবো ইনশাআল্লাহ।
তবে একটি কথা বলতে চাই, বইটি শুধু মুসলিম ভাই-বোনদের জন্যই নয়। হিন্দু, খ্রিষ্টান যেকোনো ধর্মের মানুষ পড়তে পারবে। ইসলাম নারীকে কতটা সম্মান দিয়েছে সাথে ইসলাম নিয়ে অন্যান্য প্রশ্নেরও উত্তর মিলবে। আমি বলব "নুসাইবা" বইটি সবার পড়া দরকার।
আল্লাহ বইটিকে ইসলামের খেদমত হিসেবে কবুল করে নিক। আমিন।
Comments
Post a Comment
ℹ️ Your Opinion is very important to us, Please Writer your comment below about this Post.....