উমর (রাদ্বি.)-এর প্রজ্ঞাপূর্ণ বাণী
সাইদ ইবনে মুসাইয়াব (রহ.) বলেন, হজরত উমর ইবনুল খাত্তাব রা. মানুষের জন্য কিছু বাণী তৈরি করেছিলেন, যার সবগুলোই প্রজ্ঞাপূর্ণ। তা হচ্ছে,
.
• মুসলমানের মুখ থেকে বের হওয়া কোনো কথার যতক্ষণ পর্যন্ত ভালো উদ্দেশ্য নেওয়া যাবে ততক্ষণ তুমি তার ব্যাপারে মন্দ ধারণা করবে না।
• কোনো ব্যক্তি নিন্দনীয় কর্মে লিপ্ত হওয়ার ফলে তার প্রতি যদি কেউ মন্দ ধারণা করে তাহলে এর জন্য সে যেন তাকে তিরস্কার না করে, বরং নিজেকেই যেন দোষারোপ করে।
• যে ব্যক্তি নিজের গোপন বিষয় গোপন রাখতে পারে, তার কল্যাণ তার নিজের হাতেই থাকে।
• সত্যবাদী মানুষের সঙ্গে চলাফেরা করবে। কারণ তোমার অবস্থা যখন ভালো থাকবে তখন তারা হবে তোমার সৌন্দর্য আর যখন তোমার অবস্থা বিপন্ন হবে তখন তারা হবে সাহায্যকারী।
• সবসময় সত্যকে আঁকড়ে থাকবে। যদিও এ কারণে তোমাকে মৃত্যুর সম্মুখীন হতে হয়।
• অনর্থক কাজ করবে না।
• যা এখনো ঘটেনি সে ব্যাপারে জিজ্ঞাসা করবে না। কারণ যা ঘটেছে, সেটাই মূলত আমাদের আলোচ্য বিষয়, যা এখনো ঘটেনি তা নয়।
• ওই ব্যক্তির নিকট তোমার প্রয়োজন পূরণের আবেদন করবে না, যে চায় না ওই প্রয়োজনটা পূরণ হোক।
• মিথ্যা শপথকে সাধারণ কিছু মনে করবে না। অন্যথায় আল্লাহ তাআলা তোমাকে ধ্বংস করে দেবেন।
• পাপাচারীদের সাথে ওঠাবসা করবে না। তা না হলে তাদের পাপাচার তোমার মধ্যে চলে আসবে।
• শত্রু থেকে দূরে থাকবে।
• বিশ্বস্ত ছাড়া সকল বন্ধুর ব্যাপারে সতর্ক থাকবে। আর বিশ্বস্ত তো হলো ওই ব্যক্তি, যে আল্লাহ তাআলাকে ভয় করে।
• কবরস্থানে গেলে আল্লাহর প্রতি একাগ্র হয়ে ওঠো।
• আল্লাহর আনুগত্য করার সময় তাঁর প্রতি বিনয়ী হও।
• তাঁর অবাধ্যতা থেকে নিজেকে বাঁচিয়ে রাখো।
• তোমার বিষয়ে ওই সকল লোকদের সাথে পরামর্শ করো, যারা আল্লাহ তাআলাকে ভয় করে। কারণ আল্লাহ তাআলা বলেছেন, 'আল্লাহর বান্দাদের মধ্যে কেবল আলেমরাই তাকে ভয় করে। নিশ্চয় আল্লাহ পরাক্রমশালী, ক্ষমাশীল।' (সুরা ফাতির, ২৮)
.
'মাওয়ায়েজে সাহাবা' বই থেকে চয়িত।
0 মন্তব্যসমূহ
ℹ️ Your Opinion is very important to us, Please Writer your comment below about this Post.....