- প্রিয় নবির চার কন্যা ; ফোর প্রিন্সেসেস
- শায়খ আশেক এলাহি বুলন্দশহরি
- অনুবাদক : আবদুল্লাহ আল মামুন
- পৃষ্ঠা সংখ্যা : ৯৬
- প্রকাশনী : খোয়াব
- রিভিউ ক্রেডিট : খালিদা মোবাশ্বেরা
একজন পিতা ও তাঁর চার কন্যা।
তাে এতে বিশেষত্ব কী? এভাবে আলাদা করে বলারই বা কী আছে? একজন পিতার তাে সন্তান থাকতেই পারে।
—আছে, আছে। কতকিছুই-না রয়ে গেছে বলার আর জানার! কারণ, এই পিতা তাে অন্য আর দশ পিতার মতাে সাধারণ কেউ নন। তাঁর রাজকন্যারাও অন্য সবার মতাে সাধারণ মানের কেউ নন।
এই পিতা হলেন পৃথিবীর বুকে আসা সর্বশ্রেষ্ঠ পিতা; আর তাঁর কন্যারা হলেন সর্বশ্রেষ্ঠ সেই পিতার সর্বশ্রেষ্ঠ রাজকন্যা!
এ যেন একটি চাঁদ আর তার চার সিতারা। চারিদিকে নুরের বিচ্ছুরণে আলােকিত করেছে বেদুইন মরুচারীদের, শিখিয়েছে মানবতার সবক, আর গড়ে তুলেছে এক অনন্য সভ্যতার তসবির!
এই বইটি শায়খ আশেক এলাহি বুলন্দশহরি রাহিমাহুল্লাহর মুগ্ধতাছড়ানাে কলমে প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কলিজার টুকরাে চার রাজকন্যার জীবনের ঝলকের এক ছটামাত্র, তাদেরকে তাে দু’কলমে প্রতিবিম্বিত করা বিরাট মুশকিল এক ব্যাপার!
তাঁদের জীবনের রােশনাই ছড়িয়ে পড়ুক আমাদের মা-বােন-মেয়েদের জীবনেও এটাই কামনা আমাদের। আর সেইসাথে আপনাদের হৃদয়েও ছড়িয়ে পড়ুক এই আলাের ঝরনাধারা, ধরণীর বুকে সর্বোত্তম আদর্শের নারীজীবন বাস্তবায়নের এই খােয়াব নিয়েই ‘খােয়াব’ আপনাদের হাতে তুলে দিচ্ছে।
0 মন্তব্যসমূহ
ℹ️ Your Opinion is very important to us, Please Writer your comment below about this Post.....