শাসক বনাম আলিম ইমান ও সাহসের গল্প


সালিম বিন আব্দুল্লাহ বিন উমর রহ. ছিলেন একজন বিখ্যাত তাবিয়ি। তাঁর পিতা ফারুকে আজম উমর বিন খাত্তাবের সুযোগ্য সন্তান আব্দুল্লাহ। পিতা আব্দুল্লাহ বিন উমরের ইলম ও আমলের যোগ্য উত্তরসূরি ছিলেন তিনি।

ইমাম জাহাবি রহ. লিখেছেন, ‘তিনি ছিলেন ফকিহ, হুজ্জত এবং ওই সব আলিমের একজন, যাদের জীবনে ইলম ও আমলের সমাবেশ ঘটেছিল।’

একবার হিশাম বিন আব্দুল মালিক হজের সফরে কাবায় প্রবেশ করেন। সেখানে সালিম বিন আব্দুল্লাহর সাক্ষাৎ পেয়ে বলেন, ‘সালিম, আপনার কোনো প্রয়োজন থাকলে আমাকে বলুন।’

সালিম বলেন, ‘আল্লাহর নিকট আমার লজ্জা হচ্ছে যে, আমি আল্লাহর ঘরে বসে অন্য কারও কাছে কিছু চাইব।’

সালিম বেরিয়ে যাওয়ার পর তাঁর পিছু পিছু হিশামও বেরিয়ে আসেন। বলেন, ‘এখন তো আল্লাহর ঘরের বাইরে, এবার আপনার প্রয়োজনের কথা বলতে পারেন।’ 

সালিম বলেন, ‘দুনিয়ার প্রয়োজনের কথা বলব, না আখিরাতের?’ 

তিনি বলেন, ‘দুনিয়ার প্রয়োজনের কথা।’ 

সালিম বলেন, ‘আমি দুনিয়ার যিনি মালিক, তাঁর কাছেই দুনিয়ার কিছু চাইনি—তার কাছে কেমনে চাইব, যে দুনিয়ার মালিক নয়?’ 
-
শাসক বনাম আলিম ইমান ও সাহসের গল্প
আমিমুল ইহসান
শীঘ্রই আসছে ইনশাআল্লাহ

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ