আবারো বেস্ট সেলার লেখকের তালিকার শীর্ষে শায়খ আহমাদুল্লাহ
বিগত কয়েক বছর ধরেই বেস্ট সেলার বইয়ের তালিকায় রয়েছে শায়খ আহমাদুল্লাহর ‘রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম)-এর সকাল-সন্ধ্যার দু‘আ ও যিকর’ বইটি। অনলাইন বুকশপ রকমারির বিগত কয়েক বছরের বেস্ট সেলার বইয়ের তালিকা পর্যালোচনা করলে দেখা যায়, শায়খ আহমাদুল্লাহর এই বইটি ছাড়াও আস-সুন্নাহ ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত অন্য বইগুলোও রয়েছে সর্বোচ্চ বিক্রীত বইসমূহের তালিকায়।
‘রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম)-এর সকাল-সন্ধ্যার দু‘আ ও যিকর’ বইটি এ পর্যন্ত কত কপি বিক্রি হয়েছে, এ সম্পর্কে জানতে চাইলে বইটির পরিবেশক নাফিউন-এর কর্ণধার আরিফুর রহমান জানান, ‘মাত্র সাড়ে তিন বছরেরও কম সময়ে বইটি তিন লক্ষাধিক কপি বিক্রি হয়েছে।’
এখনো যে বইটি পাঠক-চাহিদার শীর্ষে রয়েছে, অনলাইন বুকশপ রকমারির সেপ্টেম্বরের দশজন বেস্ট সেলার লেখকের তালিকা দেখলে স্পষ্ট হয়। এতে শায়খ আহমাদুল্লাহ ১ নম্বরে রয়েছেন। রকমারির বিগত মাসগুলোর বেস্ট সেলার লেখকের তালিকায়ও শায়খ আহমাদুল্লাহ ছিলেন।
এই পুস্তিপুকায় বিশুদ্ধ সূত্রে বর্ণিত সকাল-সন্ধ্যার বিভিন্ন দু‘আ ও যিকর সংকলন করা হয়েছে। আর্ট পেপারে প্রকাশিত বইটি দু‘আ ও যিকর সম্পর্কিত বিভিন্ন জ্ঞাতব্য উল্লেখ করা হয়েছে। আরবী পড়তে অক্ষমদের জন্য রয়েছে উচ্চারণের পাশাপাশি সরল অনুবাদও।
আস-সুন্নাহ ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত নাফিউন-পরিবেশিত বইটি পাওয়া যাবে রকমারি-ওয়াফিলাইফসহ অন্যান্য অনলাইন বুকশপে।
0 মন্তব্যসমূহ
ℹ️ Your Opinion is very important to us, Please Writer your comment below about this Post.....