সত্যডানা সন্দেহপালক : লেখক মোহিত কামাল | Sottodana Shondehopalok By Mohit Kamal

  • বই : সত্যডানা সন্দেহপালক
  • লেখক : মোহিত কামাল
  • প্রকাশনী : অনিন্দ্য
  • মুদ্রিত মূল্য : ২৫০৳
  • OCBS মূল্য : ১৭৫৳


এ উপন্যাসটি মূলত সত্য আর সন্দেহের আবর্তে ঘুরপাক খেতে খেতে এগিয়ে যাওয়া জীবনের গল্প। এর প্রেক্ষাপট ঢাকা থেকে সুদূর সেন্ট্রাল লন্ডনের ইউনিভার্সিটি অব ওয়েস্ট মিনিস্টার পর্যন্ত বিস্তৃত। 

উপন্যাসটির কেন্দ্রীয় চরিত্র কেয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। বিশ্ববিদ্যালয়ের পড়া শেষ হবার আগেই বিয়ের জন্যও নানা দিক থেকে প্রস্তাব আসতে থাকে। বর-কনে দেখাদেখির ঘটনাও ঘটে কিন্তু এসব উপেক্ষা করে সে এগিয়ে যেতে থাকে তাঁর স্বপ্নকে বাস্তবে রূপ দিতে। 
শিক্ষাজীবন শেষ হওয়ার পর এক সময় কেয়া দেখতে পায় প্রায় সব বান্ধবীর বিয়ে হয়ে গেছে। হঠাৎ সে আবিষ্কার করে ঘনিষ্ঠদের কেউ নেই তাঁর পাশে। নিজের একলা হয়ে যাওয়াটা হতাশা জাগালেও বিলেত থেকে ডিগ্রি নিয়ে ক্যারিয়ার গড়ার লক্ষ্যে থাকে অবিচল। 

লন্ডনে গিয়ে শুরু হয় নতুন যুদ্ধ। বয়স বেড়ে যাওয়া আর বিদেশে পড়তে যাওয়ার ঘটনা তার জীবনযাত্রায়, নারীত্বে লেপে দেয় অপবাদ। এদিকে মায়ের অপেক্ষা তাকে নতুন করে ভাবায় জীবন নিয়ে, শুরু হয় মানসিক দ্বন্দ।

আমাদের চারপাশে এমন অনেক মানুষ আছেন, যাদের বাইরে  থেকে অনেক আত্মবিশ্বাসী দেখালেও ভিতরে ভিতরে টানাপোড়েনে ভোগেন। তারা হয়ত তাদের এই একাকীত্ব কাউকে বুঝতে দেন না অথবা আমরা তাঁর খোজ নিতে যাই না। মনের গহীনে চলতে থাকে এক অদৃশ্য ঝড়। সেই ঝড়ের গল্পই বলা হয়েছে এই উপন্যাসে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ