এক ঘরে যদি রুমি, হাল্লাজ আর ইবনে খালদুন, আবার এ দিকে বড় পির জিলানি, আহমাদ আমিন বা নুরসি কথা বলে ওঠেন—কেমন লাগবে! জাওজি, ইবনে তাইমিয়া আর রমজান বুতিও ধরুন পাঁচ কথা বলল—ইন্টারেস্টিং না! কথার বিষয়—‘তাজকিয়া’। না না ‘ইহসান ইহসান’! আসলে ইহসানও না, ‘তাসাউফ’! এবার সত্যি কথা বলি, এগুলোর কিছুই না—এগুলোর সবগুলো নিয়েই কথা!
‘সুফি চৈতন্যের বিচিত্র কথকতা’ এক বইয়ে অজস্র অতল সমুদ্রের গর্জন—এই গর্জন হৃদয়ের। তাই পড়তে বসলেই হৃদয় ছুঁয়ে যাবে। এক নাগাড়ে পেয়ে যাওয়া যাবে কয়েকশ শতাব্দীর দূরত্বের মানুষের কণ্ঠস্বর—একই বিষয়ে। সবাই যেন আল্লাহর দিকে রুজু হয়ে নিজেদের হৃদয় মেলে বসে আছেন!
বইয়ের ইন্তেখাব ও তর্জমা এত সুন্দর—সবার এই কণ্ঠস্বর ধরে এগোতে-এগোতে আপনার উপলব্ধিতে একইসাথে তাসাউফ বিষয়ে পরিষ্কার একটা ধারণা যেমন হবে—তেমনি বুক ফুলে উঠবে আল্লাহপ্রেমের অনিবার্য ঢেউয়ে। আবার সুফিবাদের প্রান্তিকতা বিষয়েও স্বচ্ছ উপলব্ধি তৈরি হবে। এই বই, বইয়ের রচনা নির্বাচন, অনুবাদ—সবই বিস্ময়কর!
রচনার স্বাদ চান বা বিষয়ের—এই বই আপনার কাছে থাকুক। পড়ে আবদুর রহমান রাফির আরেকটি রচনা আপনি খুঁজবেন মাস্ট, কিন্তু পাবেন না! এটা লেখকের প্রথম বই।
.
সুফি চৈতন্যের বিচিত্র কথকতা
আব্দুর রহমান রাফি
.
মুদ্রিত মূল্য : ৩৫০৳
0 মন্তব্যসমূহ
ℹ️ Your Opinion is very important to us, Please Writer your comment below about this Post.....