সুনান ও আদব - মাওলানা আবু বকর মুসতফা | Sunan O Adob By Mawlana Abu Bokor Mustafa

নাশাত থেকে আসছে ইফতেখার সিফাত এর আরো একটি অনুদিত ব‌ই সুনান ও আদব ইসলামী ব‌ইমেলায় ইনশাআল্লাহ।


বইটিতে মানবজীবনের প্রতিটি মুহূর্তের সুনান ও আদব বর্ণিত হয়েছে। দৈনন্দিন জীবনের সাথে সংশ্লিষ্ট রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনাসমূহ এতটাই প্রাসঙ্গিক ও সুচিন্তিত যে, আমার হৃদয় আনন্দে নেচে উঠেছে। মাঝে মাঝে চোখে আনন্দ-বেদনা মিশ্রিত অশ্রুও এসেছে। মহান আল্লাহ তায়ালা আমাদের কী সুন্দর দ্বীন দিলেন, উম্মতের প্রতি দরদী এক রাসুল তিনি আমাদের জন্য মনোনীত করলেন। আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত, আমাদের জীবনের ছোট-বড় প্রতিটি অনুভূতিকে তিনি মূল্যায়ন করেছেন। সেগুলোর প্রতি লক্ষ্য রেখে দরদী নির্দেশনা দিয়ে গেছেন। কী অনুপম এক আদর্শ তিনি আমাদের জন্য রেখে গেছেন! 

নাশাত পাবলিকেশন এর ব‌ই পাবেন ৬৪নং স্টলে

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ