তদন্তে লালবাজার : ডক্টর নজরুল ইসলাম | Todonte Lalbazar

  • বইয়ের নাম : তদন্তে লালবাজার;
  • লেখক : ডক্টর নজরুল ইসলাম;
  • প্রকাশক : অনীক পাবলিকেশন;
  • হার্ডকভার, ১৬০ পৃষ্ঠা, ₹ ৩০০/-

অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার ডক্টর নজরুল ইসলামের লেখায় আমরা বাস্তবের পুলিশি তদন্তের নানা কাহিনি নানা সময়ে পড়েছি। এবার তিনি এমন একঝাঁক গল্প-হলেও-সত্যি আমাদের সামনে তুলে ধরেছেন, যাদের ভিত্তি হল গোয়েন্দা প্রধান হিসেবে তাঁর ব্যক্তিগত অভিজ্ঞতা।
এই কাহিনিদের বলার জন্য তিনি মণি মণ্ডল নামে এক চরিত্রকে সামনে রেখেছেন— যাঁকে চেনা না গেলেও যাঁর রহস্যভেদের আখ্যানমালা অনুসরণ করে কল্পনার চেয়েও রোমাঞ্চকর সত্যকে জানা যায়।

এই কাহিনিরা হল~
১. মণি মণ্ডল কীভাবে গোয়েন্দা প্রধান হলেন?
২. মণি গোয়েন্দা
৩. বেনজির মণি মণ্ডল
৪. কঙ্কালের কান্না
৫. হত্যাকারী কে?
৬. ছোরার বাঁটে আঙুলের ছাপ কার?
৭. কাদা কথা বলে
৮. ব্যাভিচারের প্রমাণ
৯. বারুদের গন্ধ
১০. ফাটাকেষ্টর হাতে হাতকড়ি
১১. ফজলের ফাঁদে
১২. লোভে পাপ, পাপে মৃত্যু
১৩. শয়তানের গান

নিতান্ত ছোটো আকারের লেখাগুলো পড়তে শুরু করলে আর থামা যায় না। এদের মধ্যে কল্পনার নামগন্ধ নেই, অথচ নামধাম বদলে লেখা। সব মিলিয়ে কেমন যেন লুকিয়ে কেস ডায়েরি পড়ার স্বাদ পাওয়া যায় এদের মধ্যে।
এতে বীভৎসতা নেই, কিন্তু বাস্তব আছে। ঘটনার ঘনঘটা নেই, কিন্তু পদ্ধতির যথাযথ অনুসরণ আছে।

মুদ্রণ পরিষ্কার। বানান প্রাচীনপন্থী হলেও এমনিতে শুদ্ধ।
সব মিলিয়ে তাই বলতেই হয়, ট্রু-ক্রাইমের ভক্ত হলে এই বইটি থেকে নিজেকে বঞ্চিত করবেন না।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ