- বই - 'তোত্তোচান : জানালার ধারে ছোট্ট মেয়েটি '
- লেখক - তেৎসুকো কুরোয়ানাগি
- অনুবাদক - চৈতি রহমান
- প্রকাশক - দ্যু প্রকাশন
- রেটিং - ৫/৫
- রিভিউ ক্রেডিট : Sadia Sultana Ridhi
আচ্ছা এমন একটি স্কুল হলে কেমন হয়? যেখানে পড়াশোনা নিয়ে কোনো প্রতিযোগিতা থাকবে না, থাকবে না কোনো মুখস্থ বিদ্যা, শিশুদের পছন্দকে যেখানে প্রাধান্য দেওয়া হবে?
হ্যাঁ তোত্তোচান নামের মেয়েটি ঠিক এমনই একটি স্কুলে পড়াশোনা করতো। সেই স্কুলের প্রধান শিক্ষক কোবাইয়াশি মশাই, যিনি কিনা শিশুদের শিক্ষাব্যবস্থা নিয়ে কত চমৎকার সব চিন্তা ভাবনা করতেন এবং শিশুদের পড়াশোনার পাশাপাশি অন্য সব ব্যাপারেও উৎসাহ দিতেন। জাপানি এই বইটির বাংলা অনুবাদ করেন চৈতি রহমান এবং গল্প কথক নিজেই বইটির লেখক।
পাঠ্য প্রতিক্রিয়া -
বইটির উল্লেখিত সময়টা হলো ১৯৩৭ - ১৯৪৫ এবং কাহিনি গুলো সব সত্য। এত্তো মায়া মাখা এই বইটি। বইটি পড়ে মনে হলো আমাদের দেশের শিক্ষাব্যবস্থা এমন হলে হয়তো মুখস্থ বিদ্যা বা প্রতিযোগিতা কি জিনিস সেইটা কেউ জানতো না। আমার মতে আমাদের সবার এই বইটি পড়া উচিত। যারা এখনো পড়েননি তারা নির্দ্বিধায় বইটি সংগ্রহ করে নিতে পারেন। আশা করে আপনাদেরও ভালো লাগবে বইটি।
হ্যাপি রিডিং!
0 মন্তব্যসমূহ
ℹ️ Your Opinion is very important to us, Please Writer your comment below about this Post.....