- বই : উসওয়াতুল লিল আলামিন
- লেখক : ড. রাগিব সারজানি
- অনুবাদক : শামীম আহমাদ
- পৃষ্ঠা : ৬৫৬
- নির্ধারিত মূল্য : ৪৯০/-
আল্লাহর শপথ! দুনিয়া আখিরাতের তুলনায় এতটুকু, যেমন তোমাদের কেউ সমুদ্রের পানিতে তার একটি আঙুল ডুবিয়ে তুলে আনল। সে দেখুক তার আঙুল কতটুকু পানি নিয়ে ফিরেছে।
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহত্ত্ব হলো, তাঁর পুরো জীবন ছিল দুনিয়ার বিষয়ে এই ঐশী দৃষ্টিভঙ্গির বাস্তব ও আদর্শ নমুনা। যেমন হজরত উমর রা. একবার নবীজির কামরা ও তাঁর জীবনযাপনের চিত্র বর্ণনা করতে গিয়ে বলেন, আমি তাঁর (রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের) কামরায় প্রবেশ করে দেখি, তিনি খেজুরের আঁশভরতি একটি চামড়ার বালিশে হেলান দিয়ে খেজুরপাতার খালি চাটাইয়ের ওপর কাত হয়ে শুয়ে আছেন। তাঁর শরীর ও চাটাইয়ের মাঝখানে কোনো বিছানা ছিল না। ফলে তাঁর শরীরের পার্শ্বদেশে চাটাইয়ের দাগ পড়ে গেছে।... তারপর আমি নবীজির ঘরের ভেতর এদিক-সেদিক দৃষ্টি দিলাম। কিন্তু তাঁর ঘরে তিনটি কাঁচা চামড়া ব্যতীত দেখার মতো আর কিছুই পেলাম না, তখন আমি আবেদন করলাম, ‘আল্লাহ তাআলার কাছে দোয়া করুন, তিনি যেন আপনার উম্মতকে সচ্ছলতা দান করেন। কেননা পারস্য ও রোমের অধিবাসীদের অনেক সচ্ছলতা দান করা হয়েছে এবং তাদের পার্থিব প্রাচুর্য দেওয়া হয়েছে, অথচ তারা আল্লাহর ইবাদত করে না।’
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে সময় হেলান দিয়ে ছিলেন। তিনি বললেন, ‘হে ইবনে খাত্তাব, তুমি কি কোনো সন্দেহের মধ্যে রয়েছ? তারা তো এমন এক জাতি, যাদেরকে তাদের ভালো কাজের প্রতিদান দুনিয়ার জীবনেই দিয়ে দেওয়া হয়েছে।’
0 মন্তব্যসমূহ
ℹ️ Your Opinion is very important to us, Please Writer your comment below about this Post.....