চতুর্মূর্তপ্রেত - অভ্রদীপ দাস | Chotumurtopret

লম্বা, ঝাকড়া চুলের এক যুবক। রহস্যময় তার গতিবিধি। নিজের মাঝে বয়ে বেড়ায় গোপন কথা। কিছু কথা যা কাউকে বলা যায় না। তবে টঙের দোকানে বান্ধবীকেই বা বলা কেন?

  • চতুর্মূর্তপ্রেত
  • লেখক ও শিল্পী : অভ্রদীপ দাস
  • সম্পাদক : রাগিব নিহাল তন্ময়, ফাহাদ আল আবদুল্লাহ
  • প্রচ্ছদ : অভ্রদীপ দাস
  • প্রকাশকাল : নভেম্বর ২০২২
  • প্রকাশনা : মাতব্বর কমিক্স এন্ড পাবলিকেশন
  • জঁরা : উইয়ার্ড ফিকশন
  • রিভিউয়ার : ওয়াসিম হাসান মাহমুদ  

অদ্ভুত ছেলেটি কাদের সাথে জানি কথা বলে। মেয়েটার কাছে ঐসব ব্যক্তি অদৃশ্য। নিজের গল্প বান্ধবীকে বলতে শুরু করে যুবক। অতীতের দুঃসহ এবং সুখকর স্মৃতিচারণ করতে গিয়ে চলে আসে অনেক না বলা কথা।

যুবকের বন্ধু স্বাধীন, সুকান্ত, সুমিতার গল্প প্রসঙ্গক্রমে চলে আসে। ১৯৭১ সনের যুদ্ধ। পার্বত্য চট্টগ্রামের জটিল ভূরাজনৈতিক সমীকরণ। নিরাপদ সড়ক চাই আন্দোলন। দরিদ্র মানুষজনের যাপন। সবকিছুতেই যেন প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যুক্ত এলোমেলো চুলের পাগলাটি।

অভ্রদীপ দাস লেখা ও আঁকায় ইম্প্রেসিভ কাজ করেছেন। বিশেষ করে অল্প কথা এবং অঙ্কনে বলতে চেয়েছেন অনেক গুরুত্বপূর্ণ কথাবার্তা। অঙ্কনের ডিটেইলিং এবং প্যানেল টু প্যানেল সংলাপে পরিমিতিবোধ দেখিয়েছেন এই কমিক্স শিল্পী।



জঁরা হিসেবে প্রকাশনা দাবি করছে উইয়ার্ড জঁরা এটি। মানুষের জীবন‌ও তো আসলে উইয়ার্ড‌ই।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ