- বই: ম্যাজিক মুনশি
- লেখক: হুমায়ূন আহমেদ
- প্রকাশনী: অন্যপ্রকাশ
- মূল্য: ১৭৫৳
ম্যাজিক মুনশি হুমায়ূন আহমেদ এর এমন একটি রচনা যেটা উপন্যাস ও না, কোন প্রবন্ধ ও না।
মোটকথা একটা অন্যরকম বই।
তবে খুব যে ভালো, মাস্টারপিস সেরকম নয়।
হুমায়ূন আহমেদ এর বিখ্যাত সিনেমা "ঘেটুপুত্র কমলা"
তৈরীর সময় ম্যাজিক মুনশির সাথে কিভাবে তার পরিচয়, তারপর তার কাছে থেকে কি কি দেখেছে, শুনেছে সেসবের বর্ণনা, পাশাপাশি আরো কিছু ম্যাজিকের ট্রিকস নায়েক আলোচনা করেছেন এই বইয়ে।
এছাড়াও তার আলোচনায় উঠে এসেছে লেখকদের মনস্তাত্ত্বিক পরিধি ও ক্ষমতা বিষয়ক বিবৃতি। তার এই বইতেই তিনি উল্লেখ করেছেন কিভাবে "হিমুর আছে জল" উপন্যাস লেখা শুরু করেছেন, এই প্রসঙ্গে তিনি আবার শরৎচন্দ্রের "শ্রীকান্ত" উপন্যাস এর একটি অংশ উদ্ধৃত করেছেন।
ভারতবর্ষের রোপ ট্রিককে আসল ম্যাজিকের পর্যায় ফেলা যায় কিনা সে বিষয়ক বিভিন্ন বই পড়া এবং তাতে বিভিন্ন লেখকের যুক্তি ও তিনি এই বইতে উদ্ধৃত করেছেন।
আপনি কি দৃষ্টিভ্রান্তি বা Misdirection এর সাথে পরিচিত?
এই বই'তে এই ব্যাপারে উদাহরণ সহ বর্ণনা করা হয়েছে।
সাথে তারাশঙ্কর বন্দোপাধ্যায় এর লেখা ডাইনির পাদটিকা মুক্ত করে ও আলোচনা করেছেন বিস্তর।
এছাড়া ব্ল্যাক ম্যাজিক, তাবিজ ও জাফর ইকবাল এর লেখা সাইন্স ফিকশন এর উপর নির্ভর করে নয়জন সদস্যের আত্মা ডেকে আনার পদ্ধতি ও বর্ণনা করেছেন।
কারো যদি এই বিষয়গুলোতে আগ্রহ থাকে তাহলে এই বইটা পড়লে ভালো লাগবে বলেই আশা করছি
0 মন্তব্যসমূহ
ℹ️ Your Opinion is very important to us, Please Writer your comment below about this Post.....