নামাজের প্রাণ হচ্ছে খুশু-খুযু বা মনোযোগ। খুশু খুযু থাকলে কয়েক রাকাত নফল নামাজও অনেক দামী হয়ে যায়।
কিন্তু সমস্যা হচ্ছে, প্রচলিত জায়নামাজে যে পরিমাণ কারুকাজ থাকে, তাতে চাইলেও মনোযোগ ধরে রাখা যায় না। কীভাবেই-বা মনোযোগ দেবেন, যেখানে কিনা চোখ কারুকাজের দিকে চোখ আটকে আছে! এভাবে কারুকাজ দেখতে দেখতে কখন যে ইমাম সাহেব সালাম ফিরিয়ে ফেলে, আমাদের অনেকেরই খেয়াল থাকে না।
.
আলেমরা বলেন, এর একটা সমাধান হলো, নকশা-ছাড়া একরঙা জায়নামাজ ব্যবহার করা। যাতে কোনো কারুকাজ থাকবে না, প্লেইন কালার হবে।
.
কেমন হয় যদি ওয়াফিলাইফে বইয়ের পাশাপাশি জায়নামাজও পাওয়া যায়? হ্যাঁ, ওয়াফিলাইফে এখন থেকে পাচ্ছেন অসংখ্য বই এবং প্রয়োজনীয় পণ্যের পাশাপাশি নকশা-ছাড়া একরঙা জায়নামাজ।
.
বিভিন্ন রঙের রয়েছে। সাইজ: ৮০/১২০ সেন্টিমিটার, ওজন ১ কেজির মতো। মোলায়েম, আরামদায়ক এই জায়নামাজগুলো ঘরে বাহিরে সব জায়গায় ব্যবহার করা যাবে।
.
লিংক
0 মন্তব্যসমূহ
ℹ️ Your Opinion is very important to us, Please Writer your comment below about this Post.....