প্রোডাক্টিভ মুসলিম - মোহাম্মাদ ফারিস

  • বই : প্রোডাক্টিভ মুসলিম
  • লেখক : মোহাম্মাদ ফারিস
  • প্রচ্ছদ মুল্য : ২৮০
  • পৃষ্ঠা : ২৫৩
  • প্রকাশনী : গার্ডিয়ান পাবলিকেশন্স

মুসলমানরা প্রোডাক্টিভ জাত। মুসলিম দাবিদার প্রত্যেকেই প্রোডাক্টিভ জীবনযাপন করতে বাধ্য। দুর্ভাগ্যজনকভাবে ইসলামি জীবন-পদ্ধতি ও রুটিনকে প্রোডাক্টিভিটির পথে বাধা হিসেবে চিহ্নিত করা হয়ছে। সত্যিই কি তাই। আমরা এই গ্রন্থে সে প্রশ্নের সমাধান খুঁজব।

জীবন ধারণের বাস্তবসম্মত পথনির্দেশিকা খুঁজে পেলে আপনি নিশ্চয় দারুণ উচ্ছ্বসিত হবেন! আর সেখানে যদি আপনার যাপিত জীবনের বিশ্বাস ও কর্মের সম্পর্ক খুঁজে পান, তাহলে তো সোনায় সোহাগা! প্রোডাক্টিভ মুসলিম বইটি আপনাকে জানাবে -

•> ইসলামি জীবন-পদ্ধতি কীভাবে প্রোডাক্টিভিটিকে নিশ্চিত করে?

•> কীভাবে ঘুম, পুষ্টি ও ফিটনেস ব্যবস্থাপনা নিশ্চিত করবেন?

•> ঘরের বাইরে সামাজিকভাবে কীভাবে প্রোডাক্টিভ হবেন?

•> বয়ঃসন্ধিক্ষণে কীভাবে নিজের ফোকাস ধরে রাখবেন?

•> কীভাবে প্রোডাক্টিভিটির অভ্যাস ও রুটিন তৈরি করবেন?

•> কীভাবে সময়ের সদ্ব্যবহার করবেন?

•> কীভাবে সময়কে আখিরাতের জন্য বিনিয়োগ করবেন?

সত্যিই অসাধারণ একটা বই। একজন মুসলিম হিসেবে প্রত্যেকের বইটি পড়া জরুরী। ইসলামের শাশ্বত শিক্ষা এবং আধুনিক জ্ঞানবিজ্ঞানের মিশেলে রচিত এই বইটিতে যে প্রোডাক্টিভ লাইফ-স্টাইলের মডেল তুলে ধরা হয়েছে, তা একজন মানুষকে পার্থিব জীবনের সাফল্যের শেকড় ছুঁয়ে দিয়ে নিজেকে পরকালীন জীবনের শিখরে পৌঁছে দিতে এক উজ্জ্বল আলোকবর্তিকা হয়ে পথ দেখাবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ