ফিলিস্তিন-সমস্যা প্রথমত আমাদের আকিদা-বিশ্বাসের সঙ্গে সম্পৃক্ত। তার অর্থ হলো, আকিদা ছাড়া যেমন মুসলমান বাঁচতে পারে না, তেমনই ফিলিস্তিন ছাড়াও মুসলমান বাঁচতে পারে না। ইহুদিরাও দাবি করে যে, ফিলিস্তিন তাদের ভূমি! তারা ফিলিস্তিনভূমিতেই জেঁকে বসে আছে, অন্য কোনো ভূমি তারা পছন্দ করে না। কারণ, তাদের মতে ফিলিস্তিনের সঙ্গে তাদের বিশ্বাসও জড়িয়ে আছে। তাদের দাবি, ‘এ ব্যাপারে আমাদের তাওরাত গ্রন্থে সুস্পষ্ট আলোচনা এসেছে’। অথচ তাওরাত বিকৃত গ্রন্থ। তাতে বহু সমস্যা রয়েছে। তদুপরি তারা তাদের দাবিতে অটল রয়েছে। আমরাও বলি যে, ফিলিস্তিন ভূখণ্ডের সঙ্গে আমাদেরও আকিদা-বিশ্বাস জড়িয়ে আছে। সুতরাং এখানে দুই আকিদার দ্বন্দ্ব; একটি হলো বিশুদ্ধ ইসলামি আকিদা, যার মাধ্যমে সকল ধর্মের সমাপ্তি হয়েছে; অন্যটি হলো বিকৃত আকিদা। মুসলিম-অমুসলিম সকলেই জানে যে, মুসা আ.-এর পর তাওরাত ও ঈসা আ.-এর পর ইনজিল বিকৃতির শিকার হয়েছে এবং এ প্রসঙ্গে অসংখ্য গ্রন্থ রচিত হয়েছে। পক্ষান্তরে আমরা প্রমাণাদি এবং সুস্পষ্ট দলিলের ভিত্তিতে বলি যে, ফিলিস্তিন-সমস্যা আমাদের আকিদা-বিশ্বাসের সঙ্গে সম্পৃক্ত। আমরা দলিলবিহীন অহেতুক দাবি করি না; বরং আমাদের নিকট সুস্পষ্ট দলিল-প্রমাণ রয়েছে যে, এ ব্যাপারে আমাদের আকিদাই হলো বিশুদ্ধ আকিদা।
অন্যান্য বিষয়ের পাশাপাশি ফিলিস্তিন-বিষয়ক আমাদের আকিদা-বিশ্বাস সম্পর্কে বিস্তর আলোচনা করা হয়েছে সময়ের পদরেখায় ফিলিস্তিনের ইতিহাস বইয়ে। আশা করি, এ সম্পর্কে জানতে বইটি আপনার সহায়ক হবে।
- সময়ের পদরেখায় ফিলিস্তিনের ইতিহাস
- ড. রাগিব সারজানি
- অনুবাদক : নাজিবুল্লাহ সিদ্দিকি
- পৃষ্ঠা : ৩৫২
- মুদ্রিত মূল্য : ৫৬০/-
- ছাড় মুল্য: ২৮০/-
0 মন্তব্যসমূহ
ℹ️ Your Opinion is very important to us, Please Writer your comment below about this Post.....