নিখুঁত হবার ফাঁদ - ইসমাইল কামদার
আমি সব সময় চেয়েছি লেখক হতে। আমি এটা ভালোভাবেই জানতাম। কারণ, লেখালেখিতে আমি ভালো ছিলাম। কিন্তু আরও নিখুঁত হতে হবে, পারফেক্ট হতে হবে এই মরীচিকার পেছনে ছুটতে গিয়ে শুরু করব করব করেও এগোনো হয়নি। যখন আমি নিখুঁত হবার অপচেষ্টা বাদ দিয়ে লেখালেখি আসলেই শুরু করলাম, তখনই আমার যাত্রা সত্যিকার অর্থে আরম্ভ হলো।
আমরা নিখুঁতভাবে সবকিছু করার জন্য মাঝে মাঝে এতটাই অস্থির হয়়ে থাকি যে, খুব ভালো মানের কাজকেও অবজ্ঞা করে ফেলি। আর অতিরিক্ত চাপাচাপি করে সে কাজটির মান অনেকগুণে কমিয়়ে ফেলি। এর মানে এই না যে, একরকম কাজ করলেই হলো, ভালো হওয়়ার দরকার নেই। না, আমাদের ফোকাস হবে কাজের মান উন্নত করা; নিখুঁত করা নয়। এ পৃথিবীর কোনো কিছুই নিখুঁত না। তাই নিখুঁত হতে চাওয়়াটা আপনার জন্য আত্মঘাতী হয়়ে দাঁড়়াবে। প্রতিটা মুহূর্তে হতাশ হয়়ে পড়বেন।
সর্বোচ্চটা দেওয়়ার চেষ্টা করুন, সব সময় উন্নতি করার সুযোগ পাবেন। ভুল থেকেও শিখুন। কিন্তু অসম্ভব কোনো কিছু নিয়়ে দুশ্চিন্তা করার চেয়়ে কাজটি করে ফেলা বেশি ভালো।
বই : টাইম ম্যানেজমেন্ট
লেখক : ইসমাইল কামদার
অর্ডার লিংক কমেন্টে।
সিয়ান | বিশুদ্ধ জ্ঞান | বিশ্বমান
Comments
Post a Comment
ℹ️ Your Opinion is very important to us, Please Writer your comment below about this Post.....