দন্ডভেদ - সাইকোলোজিকেল সাসপেন্স থ্রিলার উপন্যাস
আস্সালামুআলাইকুম / আদাব। আমি মুহাম্মদ জাহিদ হোসাইন। বাংলাদেশের ছোটোখাটো একজন লেখক আমি.. লেখালেখি করি রহস্য/সাইকোলোজিকেল সাসপেন্স থ্রিলার নিয়ে।
তারই ধারাবাহিকতায় এবার বাংলাদেশের একুশে বইমেলাকে কেন্দ্র করে প্রকাশ হতে চলছে আমার লেখা ২য় বই এবং ১ম
ক্রাইম থ্রিলার উপন্যাস `দন্ডভেদ' এটি একটি সাইকোলোজিকেল সাসপেন্স থ্রিলার উপন্যাস। উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র হলো একজন সিরিয়াল কিলার। যে নিজেকে `কাস্তিগো ' নাম পরিচয় দেয়...মূলত খুনির করা খুনের মাধ্যমে প্লট এগোতে থাকে। কেসের তদন্তে থাকে ওসি হিমাদ্রি এবং তার সহকারী এস আই মহিউদ্দিন। কিন্তু তারা কোনোভাবেই কেস সল্ভ করা তো দূরের কথা, আসল খুনি কে সেটাও জানতে পারে না। কেসে তদন্ত করতে গিয়ে পুলিশ এবং পাঠক আপনি নিজেই অনেকরকম সাসপেন্স এবং রহস্যের সম্মুখীন হবেন। পুলিশ তো দূরের কথা,পাঠক নিজেও বুঝবেন না যে আসল খুনি কে এবং রহস্যগুলো কি। উপন্যাসে থাকবে একের পর এক সিরিয়াল কিলিং এবং একদম শেষ পাতার শেষ লাইনেও থাকবে রহস্য।
Comments
Post a Comment
ℹ️ Your Opinion is very important to us, Please Writer your comment below about this Post.....