প্রতিবারের মতো এবারও কুষ্টিয়ায় আয়োজিত হচ্ছে ইসলামি বইমেলা ২০২৩
প্রতিবারের মতো এবারও কুষ্টিয়ায় আয়োজিত হচ্ছে ইসলামি বইমেলা। ইসলামিক জোন কুষ্টিয়ার ব্যবস্থাপনায় ও মোমতাজুল উলুম মাদরাসার আয়োজনে মাদ্রাসা প্রাঙ্গণের মাঠে ৫ জানুয়ারি শুরু হয়ে ৯ জানুয়ারি পর্যন্ত মেলা চলবে। দেশের নামিদামি প্রকাশনা প্রতিষ্ঠানগুলো এ মেলায় অংশগ্রহণ করবে।
এবার আরো বৃহৎ পরিসরে এই ইসলামী বইমেলা/কিতাবমেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে দেশের খ্যাতনামা ৪৩টি প্রকাশনা প্রতিষ্ঠানসমূহ অংশগ্রহন করবে। এছাড়াও মেলা উপলক্ষ্যে কুইজ প্রতিযোগ আয়োজন করা হয়েছে। সেখানে বিজয়ীদের জন্য ১০০ চমকপ্রদ পুরষ্কার।
এই মেলায় আমার বই ‘দ্যা স্টেট অভ গড’ এর সাথে ইহুদিবাদ নিয়ে লেখা আরেক মাস্টারপিস বই ‘জায়োনিস্ট প্রটোকলস’ থাকছে মুহাম্মাদ পাবলিকেশনের এর স্টলে।
আপনি আমন্ত্রিত!
Comments
Post a Comment
ℹ️ Your Opinion is very important to us, Please Writer your comment below about this Post.....