সালাত ও সকাল-সন্ধ্যার দুআ - দুআ ও যিকির

  • সালাত ও সকাল-সন্ধ্যার দুআ
  • লেখক : সাঈদ ইবনে আলী আল কাহতানী
  • প্রকাশনী : সন্দীপন প্রকাশন
  • বিষয় : দুআ ও যিকির
  • অনুবাদক : আবদুল্লাহ জুবায়ের
  • পৃষ্ঠা : 104, কভার : পেপার ব্যাক
  • ভাষা : বাংলা


অনেকেই কেবল সালাতের মাসনূন দুআ, তাসবীহ ও যিকির দুআগুলো একত্রে সংকলিত আকারে খুঁজে থাকেন। উদ্দেশ্য—সহজে মুখস্থ করে ফেলা। সে সুবিধাকে আরও সহজ করতে আমাদের এই পুস্তিকা।অন্যদিকে সকাল-সন্ধ্যার যিকিরগুলোও মুমিনের নিত্যদিনের গুরুত্বপূর্ণ করণীয়। সেই মাসনূন দুআ এবং যিকিরগুলোও সংকলিত হয়েছে এ পুস্তিকায়। সংকলনটি মূলত শাইখ ড. সাঈদ ইবনু আলি কাহতানি রাহিমাহুল্লাহ সংকলিত ‘হিসনুল মুসলিম’ বইয়ের দুআ-যিকির অংশের অনুবাদ।আপনার নিত্যদিনের আমলের সহায়িকা হতে পারে হাতের এই ছোট্ট বইটি।

পূর্বকথা,

إِنَّ الْحَمْدَ لِلَّهِ، نَحْمَدُهُ، وَنَسْتَعِينُهُ، وَنَسْتَغْفِرُهُ، وَنَعُوذُ بِاللَّهِ مِنْ شُرُورِ أَنْفُسِنَا، وَسَيِّئَاتِ أَعْمَالِنَا، مَنْ يَهْدِهِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لا شَرِيكَ لَهُ، وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، صَلَّى اللَّهُ عَلَيْهِ وَعَلَى الِهِ وَأَصْحَابِهِ وَمَنْ تَبِعَهُمْ بِإِحْسَانٍ إِلَى يَوْمِ الدِّينِ وَسَلَّمَ تَسْلِيمًا كَثِيرًا، أَمَّا بَعْدُ

বক্ষ্যমাণ পুস্তিকাটি আমার সংকলিত وَالدُّعَاءُ وَالْعِلاجُ   بِالرُّقَى مِنَ الْكِتَابِ وَالسُّنَةِ

সালাত ও সকাল-সন্ধ্যার দুআ


গ্রন্থ থেকে সংক্ষেপিত। ভ্রমণকালে সহজে বহন করার সুবিধার্থে এখানে কেবল যিকর সংক্রান্ত অংশটির সংক্ষেপণ করেছি।

এখানে শুধু দুআর অংশটি উল্লেখ করেছি। আর উদ্ধৃতি দেওয়ার ক্ষেত্রে আমার মনে হয়েছে মূলগ্রন্থ থেকে একটি বা দুটি সূত্র উল্লেখ করাই যথেষ্ট। তারপরও সাহাবি সম্পর্কে কেউ জানতে চাইলে অথবা হাদীসের অতিরিক্ত সূত্র জানতে আগ্রহ বোধ করলে তিনি মূলগ্রন্থটি দেখে নিতে

পারেন।

আল্লাহ তাআলার কাছে তাঁর সুন্দর সুন্দর নাম এবং সর্বোচ্চ গুণাবলির ওসীলায় প্রার্থনা করি, এ আমলটুকু যেন তিনি একান্তভাবে তাঁর

[১] আলহামদুলিল্লাহ, গ্রন্থটি চার খণ্ডে ছাপা হয়েছে। তাতে প্রতিটি হাদীসের উদ্ধৃতি সবিস্তারে দেওয়া হয়েছে। “হিসনুল মুসলিম' অংশটি আছে মূলগ্রন্থের প্রথম ও দ্বিতীয় খণ্ড।

সন্তুষ্টির জন্য কবুল করে নেন। পাশাপাশি এর দ্বারা জীবনে ও মরণের পরে আমাকে যেন উপকৃত করেন। এ পুস্তিকাটির পাঠক, প্রকাশক এবং যারা এর প্রচারের কোনো মাধ্যম হবে আল্লাহ তাআলা তাদেরও যেন সমান উপকৃত করেন। নিশ্চয়ই সেই সুমহান সত্তাই এ কাজের অভিভাবক এবং তিনিই তা করতে পূর্ণ সক্ষম।

আল্লাহ তাআলা আমাদের নবি মুহাম্মাদ -এর ওপর, তাঁর পরিবারের প্রতি এবং তাঁর সঙ্গীসাথিসহ কিয়ামাত পর্যন্ত যারা উত্তমভাবে তাঁদের অনুসরণ করবেন তাদের ওপর দরুদ ও সালাম নাযিল করুন।

ড. সাঈদ ইবনু আলি কাহতানি সফর ১৪০৯ হিজরি

Get The Book Original Copy [Click Here]

Comments

Popular posts from this blog

সিক্রেটস অব জায়োনিজম Full PDF : লেখক হেনরি ফোর্ড | Secrets of Jainism Bangla Anubad PDF

[PDF] সীরাহ মুহাম্মদ প্রথম খন্ড এবং দ্বিতীয় খণ্ড রেইনড্রপস পিডিএফ - Sirah Muhammad (sa:) First & Last Raindrops

গাযওয়াতুল হিন্দ বই pdf - প্রফেসর ড. ইসমাতুল্লাহ | Gazwatul Hind by Professor Dr. Ismatullah