দ্য হিউম্যান কাইমেরা
সিংহের শরীরের পেছন দিকে ছাগলের মাথা। লেজের দিকটা আবার একটা সাপের মাথা। মুখ দিয়ে আগুন ছুড়তে পারে। আসলে মাইথোলজিক্যাল প্রানী। ধারণা করা হয় এই প্রানীর প্রথম আবির্ভাব হয়েছিল হোমারের ইলিয়ডে। একে বলা হয় কাইমেরা!
কাইমেরা মিথোলজিক্যাল একটা প্রাণী হলেও বিভিন্ন গল্প উপন্যাসে একের অধিক প্রানীর দেহ নিয়ে গঠিত যেকোনো অতিলৌকিক প্রানীকে কাইমেরা ধরা হয়। সেটা হতে পারে ইলিয়ডের সেই সিংহ, ছাগল আর সাপের সংকর কিংবা ঘোড়ার শরীরে মানুষের ধর মাথা! কিংবা ধরেন স্ফিংস, অথবা ওয়্যারওল্ফ।
এবার নিশ্চয় বুঝতে পারছেন হোয়াট ইজ এ হিউম্যান কাইমেরা? নাহ, এখানে মানুষের শরীরের বাঘের মাথাকে কাইমেরা বোঝানো হচ্ছে না। এটা একটা মেডিকেল কন্ডিশন। কোনো মানুষের শরীরে যদি দুই ধরণের ডিএনএ থাকে তবে তাকে হিউম্যান কাইমেরা বলে। এরকম কেস এখন পর্যন্ত শখানেক পাওয়া গেছে। কী কারণে একটা মানুষের দু-রকম ডিএনএ হতে পারে সেটা নিয়ে আলোচনা করতে গেলে লেখা বড় হবে, আপনারা বিরক্ত হবেন। তবে এই কন্ডিশনকে কেন কাইমেরা বলা হয়েছে তা নিশ্চয় উপরের আলোচনা থেকে বুঝে গেছেন! দু-রকম ডিএনএর কারণে একজন মানুষের ভেতরে বাস করতে পারে সম্পূর্ণ আলাদা আরেকটা মানুষ! আমি MPD কিংবা DPD এর কথা বলছি না। ফিজিক্যালিই দুজন.......
থাক ওসব নিয়ে লেখা বাড়িয়ে লাভ নেই। আমরা বরং এই বইয়ের অন্য বিষয় নিয়ে আলোকপাত করি।
বজ্রযোগী! হ্যাঁ, এইটে নিয়ে আলোচনা করা যেতে পারে বৈকি। হোয়াট ইজ বজ্রযোগী? যোগী মানে কী? যে তন্ত্র মন্ত্র সাধনা করে। তাহলে বজ্রযোগী মানে দাঁড়ালো.... ধুর বাদ দেন ও তো সর্বপিতা ওডিনের ছেলেও। বিরক্ত হচ্ছেন? তাইলে এবারটি আসন পেতে বসুন। তবে বসার আগে...... হ্যাঁ ইতিহাসের উপর একটু হলেও আগ্রহ থাকতে হবে। বিশেষ করে প্রাচীন ইতিহাস! কেননা এই বইয়ের ভূমিকাতেই লেখক বলে দিয়েছেন ইতিহাসের প্রতি ঝোঁক না থাকলে এই বই না কিনতে। তবে ভূমিকাতে লেখক কিছুটা মিথ্যাচারও করেছেন। তিনি ঘুরিয়ে পেঁচিয়ে বলেছেন এই বই থ্রিলার কম ইতিহাসের বই বেশি। কিন্তু এখানে যেসব ইতিহাস বর্ণনা করা হয়েছে সেখানে থ্রিলের কমতিটা কোথায়? আমি বাপু সহজভাবে যেটা বুঝি: যেটা পড়তে গেলে থ্রিল পাওয়া যায় সেটাই থ্রিলার। তো, ইতিহাসের যে অংশটা উনি তুলে এনেছেন সেটাও কি কম থ্রিলিং?
এই গল্পের নায়ক হলো গিয়ে খান মুহম্মদ ফারাবি। ও হ্যাঁ, আমি মেলা দিন ধরে রিভিউ লিখলেও এখনো জাতের রিভিউ রাইটার হতে পারিনি। আমি এ
0 মন্তব্যসমূহ
ℹ️ Your Opinion is very important to us, Please Writer your comment below about this Post.....