তোত্তোচান - জানালায় দাঁড়ানো ছোট্ট মেয়েটি

এই শৈশবের স্মৃতিচারণমূলক রচনার বিষয়বস্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালীন টোকিওর এক আদর্শ স্কুল, যেখানে গতানুগতিক শিক্ষাদানের পাশাপাশি বাচ্চাদের আনন্দ, স্বাধীনতা ও ভালোবাসার ব্যাপারে শেখানো হত। এই ব্যতিক্রমী স্কুলটির শ্রেণীকক্ষগুলো ছিল পুরনো রেলবর্গীতে, আর এর পরিচালনার দায়িত্ব ছিলেন একজন অসাধারণ মানুষ এর প্রতিষ্ঠাতা হেডমাস্টার সোসাকু কোবায়াশি। 



একনজরে তোত্তোচান

  • বই : তোত্তোচান - জানালায় দাঁড়ানো ছোট্ট মেয়েটি।
  • লেখক: তেতসুকো কুরোয়ানাগি
  • অনুবাদক: Shovon Nobi 
  • প্রচ্ছদকার: আদনান আহমেদ রিজন 
  • মুদ্রিত মূল্য: ৩৫০টাকা
  • প্রকাশনী: নয়া উদ্যোগ প্রকাশনী
  • রিভিউ : আব্দুস সাত্তার সজীব 

তিনি ছিলেন চিন্তা ও কর্মের স্বাধীনতায় বিশ্বাসী একজন মানুষ। এই বইয়ের চরিত্র তোত্তোচান বাস্তবে জাপানের সবচেয়ে জনপ্রিয় টিভি ব্যক্তিত্ব- তেতসুকো কুরোয়ানাগি। তিনি তার সাফল্যের সমস্ত কৃতিত্ব এই দারুণ স্কুল ও তার হেডমাস্টারকে দিয়েছেন। 

এই স্মৃতিকথাটি সকল বয়সের লাখো লোকের মন জয় করার পাশাপাশি প্রথম বছরেই সাড়ে চার মিলিয়ন কপি বিক্রির মাধ্যমে জাপানের সবচেয়ে বেশি বিক্রিত বইয়ের স্থান দখল করেছে।

Comments

Popular posts from this blog

সিক্রেটস অব জায়োনিজম Full PDF : লেখক হেনরি ফোর্ড | Secrets of Jainism Bangla Anubad PDF

[PDF] সীরাহ মুহাম্মদ প্রথম খন্ড এবং দ্বিতীয় খণ্ড রেইনড্রপস পিডিএফ - Sirah Muhammad (sa:) First & Last Raindrops

গাযওয়াতুল হিন্দ বই pdf - প্রফেসর ড. ইসমাতুল্লাহ | Gazwatul Hind by Professor Dr. Ismatullah