Biser Bonna - বাইশের বন্যা

Specification Of Book

Titleবাইশের বন্যা
Authorতাসরিফ খান
Publisherকিংবদন্তী পাবলিকেশন
Type ofগল্পগ্রন্থ
Rating⭐⭐⭐⭐⭐
Edition1st Printed, 2023
Number of Pages645
Countryবাংলাদেশ
PDF File Size000 MB & Good Quality Pages


প্লাস্টিকের চেয়ারের ওপরে লোহার ট্রাঙ্ক রাখা। ট্রাঙ্কের উপর কিছু থালাবাসন । পানিতে একটা স্টিলের থালা ভাসছে। একটু দূরেই একটা কাঠের টেবিল যার উপর গাদাগাদি করে অনেক বই, কিছু কাপড়, সাবানের কেস, চালের বস্তা, কম্বলসহ আরো অনেককিছু রাখা। ছবিটা দেখে আমি চমকে উঠি। ভাবতে লাগলাম যে এটা কোথাকার ছবি? কার ঘর? কোথায় এরকম হলো?

কয়েক মিনিটের মাঝে পল্লব মেসেজ করে, ‘আমরাও ডুবে গেলাম তাসরিফ ভাইয়া'। আমি সাথে সাথে পল্লবকে কল করি। ওর ফোনে কল ঢুকছে না। আবার মেসেঞ্জারে গিয়ে দেখি ও অনলাইনেও নেই। ভীষণ চিন্তায় পড়ে গেলাম। এগারোটার দিকে পল্লব আরেকটা ছবি পাঠায়। এবারের ছবিতে দেখি, বন্যার পানি বিছানা ছুঁইছুঁই করছে। পানিতে আবর্জনা এবং কিছু বিস্কুটের প্যাকেট ভাসছে। পল্লব টেক্সট করে, 'আমি হয়তো আর পারবো না ভাইয়া। পুরো ঘর পানিতে ডুবে যাচ্ছে'। আমি তখন অনলাইনে ছিলাম না।

অমর একুশে বইমেলায় বইটি পাওয়া যাচ্ছে কিংবদন্তী পাবলিকেশন এর ৩৭৪-৩৭৫ নং স্টলে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ