এক জাহান্নামির গল্প | বিলাসী জীবন

কিয়ামতের দিন হাজির করা হবে এমন এক ব্যক্তিকে যিনি দুনিয়াতে সবচেয়ে বিলাসী জীবন যাপন করেছে


তখন ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলবেন, ‘তাকে জাহান্নামের আগুনে একবার চুবিয়ে আনো।’
.
ফেরেশতারা স্রেফ একবার ওই ব্যক্তিকে জাহান্নামের আগুনে চুবিয়ে আনবে। এরপর আল্লাহ তাআলা তাকে জিজ্ঞাসা করবেন, ‘ওহে আদম সন্তান! তুমি কি জীবনে কখনো কোনো অনুগ্রহ পেয়েছিলে? চক্ষু শীতলকারী কোনো কিছু কি কখনো তোমার নজরে পড়েছিল? তুমি কি কখনো সুখ অনুভব করেছিলে?’ 
.
সে আদম সন্তান বলবে, ‘আপনার সম্মান ও প্রভাব-প্রতিপত্তির কসম! এসবের কোনো কিছুই আমি আমার জীবনে পাইনি।’ 
.
এরপর আল্লাহ ফেরেশতাদের বলবেন, ‘তাকে পুনরায় জাহান্নামে নিয়ে যাও।’ 
.
তারপর এমন এক ব্যক্তিকে হাজির করা হবে—যে দুনিয়াতে সবচেয়ে বেশি দুঃখ-কষ্ট ভোগ করে এসেছে। ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলবেন, ‘তাঁকে একবার জান্নাতে ঢুকিয়ে নিয়ে আসো।’
.
একবার জান্নাতে ঢুকিয়ে নিয়ে আসা হলে তাঁকে জিজ্ঞাসা করা হবে, ‘তুমি কি সারাজীবনে অপছন্দনীয় কোনো কিছু দেখেছো?’ 
.
সে ব্যক্তি বলবে, ‘না! আপনার সম্মান ও প্রভাব-প্রতিপত্তির কসম! সারাজীবনে অপছন্দনীয় কোনো কিছুই আমার নজরে পড়েনি।’
.
(রাসূলের চোখে দুনিয়া, হাদীস নং : ১২৫)

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ