অনুবাদিকা: Fahmida Bari Bipu
জনরা- সাসপেন্স থ্রিলার
প্রকাশনায়: সাইলেন্ট পাবলিকেশন্স।
প্রচ্ছদ: লর্ড জুলিয়ান।
ফ্ল্যাপ: আমাদের চারপাশে চেনা চেনা সব মুখের প্রতিচ্ছবি। আমরা সেই মুখগুলোর অন্তরালে লুকিয়ে থাকা মানুষগুলোর সুখ দুঃখ আনন্দ বেদনাকে চিনি। কখনো কখনো অবয়ব বদলে যায় ঠিকই, কিন্তু চেনা মুখের এই গল্পগুলো বদলে যায় না। দেশ জাতি সংস্কৃতির উর্ধে জন্ম নেয় অভিন্ন সব আনন্দ বেদনার কাব্য।
‘চেনা মুখ অচেনা অবয়ব’ এর গল্পগুলোর প্রেক্ষাপট আমাদের অচেনা, রীতি রেওয়াজ অথবা সংস্কৃতি আমাদের অপরিচিত। কিন্তু সেই অদেখা দেশ অথবা অপরিচিত অবয়বের এই গল্পগুলোতেও একটু নজর বুলালেই আমরা খুঁজে পাই সেই এক অভিন্ন চেনা চেনা সব মুখের গল্প। প্রেক্ষাপট কিংবা সংস্কৃতির ভিন্নতা চেনা এই গল্পগুলোতে ভিন্ন কোনো আবছায়ার জন্ম দেয় না।
আমরা খুঁজে পাই সেই চিরচেনা আনন্দ বিষাদ অথবা ঘৃণা আর প্রতিহিংসার প্রতিচ্ছায়া।
0 মন্তব্যসমূহ
ℹ️ Your Opinion is very important to us, Please Writer your comment below about this Post.....