আম্মার 'সম অধিকার নয় মর্যাদা চাই' বইটি সম্পাদনা করতে আমি সহযোগিতা করেছিলাম। আম্মার কোন বই দেখে দিলে যেমন আম্মা খুশী হয় তেমনি আমারো খুব ভালো লাগা কাজ করে। নিকট অতীতে আম্মার প্রকাশিত কয়েকটি বই আমি দেখে দিতে পারিনি। যার জন্য হয়তো আম্মাও মনে মনে কষ্ট পেতেন আমারো খারাপ লাগত।
আলহামদুলিল্লাহ আম্মার নতুন প্রকাশিত 'কেন হব অবরোধ বাসিনী? এই বইটি আমি দেখে দিয়েছি। পাশাপাশি শিক্ষা বনাম জাহেলিয়াত বইটিও দেখে দিয়েছি। আমার কাছে মনে হয়েছে শিক্ষা বনাম জাহেলিয়াত বইটিও খুবই প্রয়োজনীয় একটি বই। প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত আমাদের সিলেবাসে কি পড়ানো হচ্ছে তার উপর বিস্তারিত আলোচনা আছে এই বইয়ে। প্রতিটি অভিভাবক ও ছাত্রের বইটি পড়া উচিৎ।
পরিশেষে বলতে চাই, আম্মার লিখিত এই দুটি বই পড়ে আমার এটাই মনে হয়েছে যে, তিনি বাংলাদেশী মুসলিমদের পক্ষ থেকে ফারযে কিফায়া আদায় করেছেন এই দুটি বইয়ের মাধ্যমে।
0 মন্তব্যসমূহ
ℹ️ Your Opinion is very important to us, Please Writer your comment below about this Post.....