এই বইয়ে সহীহ হাদীসে উল্লেখিত মাসনূন নামাযের পূর্ণাঙ্গ বিবরণ হাদীস বিশারদগণের উদ্ধৃতি, বিশ্লেষণ ও পর্যালোচনাসহ বিবৃত হয়েছে। প্রতিটি আমলই সহীহ হাদীসের আলোকে দলিল-প্রমাণসহ উল্লেখ করা হয়েছে।
এই কিতাব সম্পর্কে হোসাইন আহমদ মাদানী রহ.-এর ছাহেবজাদা আসআদ মাদানী রহ. বলেন,
“এ কিতাব থেকে পয়গম্বরে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামায স্পষ্টভাবে সামনে আসে। আহলে সুন্নত ওয়াল জামাআতের ইবাদত-বন্দেগী সম্পর্কে বিভিন্ন শ্রেণীর লোকেরা যেসব বিভ্রান্তি ছড়িয়ে থাকে তার স্বরূপ বুঝতেও এ কিতাব সহায়ক হবে। তাই ব্যক্তিগত অধ্যয়নের পাশাপাশি মসজিদে জামাতের নামায শেষে আগত মুসল্লীদেরকে দু'একটি আয়াত বা হাদীস পড়ে শুনিয়ে দিলে তা ইলম ও বরকতের কারণ হবে। আর ছাত্রদেরকে এ কিতাবের দলীলগুলো মুখস্থ করিয়ে দেওয়া উচিত।”
নবীজীর নামাজ এমন একটি বই, প্রত্যেক ঘরে ঘরে থাকা দরকার বলে মনে করি আমরা।
0 মন্তব্যসমূহ
ℹ️ Your Opinion is very important to us, Please Writer your comment below about this Post.....