Credit : Bookstar |
কিন্তু বর্তমান রঙিন এই দুনিয়ায় ভিন্ন মতাদর্শ, চাকচিক্য আর কল্পনার ধোঁকায় পড়ে মানুষের জীবনের গুরুত্বপূর্ণ এই সম্পর্ক আজ মূল্যহীন হয়ে পড়েছে। পৃথিবীর সবচাইতে শক্তিশালী আর পবিত্র বন্ধন আজ মুহূর্তেই ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। তাই তো ‘কীভাবে, কেমন করে, কোথায় গেলে সম্পর্কটা বাঁচিয়ে রাখা যায়’—এসব প্রশ্নের উত্তরে নতুন করে হাজার হাজার পৃষ্ঠা সমাধান লেখা হচ্ছে, কত শত পন্থা বলা হচ্ছে। তবুও বিচ্ছেদের মহামারি থামেনি। প্রিয়জন হারিয়ে যাচ্ছে প্রতিদিন। এর কারণ কী?
কারণ একটাই—সুন্নাহের সাথে দূরত্ব। মানুষ সমাধানের মূল উৎসকে বাদ দিয়ে সমাধান চাইছে, যুগ অনুসারে নতুন সমাধান খুঁজছে। অথচ ইসলাম পূর্ণাঙ্গ। মুসলমানের জন্য নতুন কোনো সমাধান নেই।
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং তার সাহাবায়ে কেরামগণ যেভাবে বৈবাহিক জীবন অতিবাহিত করেছেন, সেটাই দাম্পত্য উপভোগের প্রকৃত মাধ্যম। এর বিপরীতে যে-ই নতুন কোনো পথ খুঁজতে যাবে, তার জন্য কোনো সুখ নেই, স্বস্তি নেই। তাই দাম্পত্যের কাঙ্ক্ষিত নেয়ামত লাভের ক্ষেত্রে সুন্নাহের অনুসরণ অপরিহার্য।
এজন্য আমরা দাম্পত্য-জীবনের সমাধানের লক্ষ্যে এক মূল্যবান সংকলন নিয়ে এসেছি। এতে শুধু নববি হাদিস, নববি নির্দেশনা এবং দাম্পত্যের সুখ লাভের সঠিক পন্থাগুলো একত্র করা হয়েছে। আশা করি, এর মাধ্যমে প্রকৃত কল্যাণ লাভ করা সম্ভব হবে, ইন-শা-আল্লাহ।
বইঃ সুন্নাহ ও দাম্পত্য
লেখক : শাইখ মাহমুদ মাহদি আল ইস্তাম্বুলি
প্রকাশনী : পথিক প্রকাশন
বিষয় : পরিবার ও সামাজিক জীবন, বিয়ে
অনুবাদক : বায়েজীদ বোস্তামী
সম্পাদক : সাইফুল্লাহ আল মাহমুদ
পৃষ্ঠা : 176,
কভার : হার্ড কভার
মুদ্রিত মূল্যঃ ৩৫০৳
প্রি-অর্ডার মূল্যঃ ১৭৫৳
অর্ডার করতে ইনবক্স করুন।
[বিঃদ্রঃ যেকোনো ইসলামিক বইয়ের অর্ডার নেওয়া হয়।]
0 মন্তব্যসমূহ
ℹ️ Your Opinion is very important to us, Please Writer your comment below about this Post.....