এই পর্যন্ত দু’জন পাঠক এই গল্পের প্রতিক্রিয়া জানিয়েছিলেন। এবং দু’জনেরই ভালো লেগেছিল। ওনাদের ধন্যবাদ। সম্ভবত দু’জনের আইডি এখন ডিঅ্যাক্টিভ তাই ম্যানশন দিতে পারছি না। যাহোক, আমার ফ্রেন্ডলিস্টের যারা এই সংকলনটি নিয়েছেন, তারা যদি পড়ে থাকেন গল্পটি—তাহলে পড়ে দুয়েক লাইন মতামত জানাতে পারেন।
আমি চেষ্টা করছি গল্পটি কোনো ই-বুক সাইট/অ্যাপে প্রকাশ করার। কিন্তু তেমন কারও সাথে পরিচিত না হওয়ার কারণে যোগাযোগ করতে পারছি না। চেষ্টা থাকবে এই গল্পটি যেন কম খরচে পড়তে পারেন সেই ব্যবস্থা করার। ধন্যবাদ।
0 মন্তব্যসমূহ
ℹ️ Your Opinion is very important to us, Please Writer your comment below about this Post.....