সাজঘর PDF ✓হুমায়ূন আহমেদ

বই:সাজঘর
লেখক: হুমায়ূন আহমেদ
প্রকাশক: প্রতীক প্রকাশক সংস্থা
মুদ্রিত মূল্য:১৬০ টাকা
বিদ্যা বিচিত্রা মূল্য:১০৪ টাকা

পৃথিবীর মতো,চৈত্র মাসের চাঁদের মতো,
গহীন অরণ্যের মতো মানুষও রহস্যময়।


পৃথিবীটা একটা অভিনয়ের মঞ্চ আর সেই মঞ্চের অভিনেতা হলো মানবজাতি।আমরা যা করি সবই খুব সাজানো গোছানো নিখুঁত অভিনয়। বিভিন্ন জন বিভিন্ন ধরনের চরিত্র নিয়ে অভিনয় করে যাচ্ছি আমরা।মানুষের এই চরিত্রগুলো লেখক হুমায়ূন আহমেদ তার উপন্যাসগুলোতে বেশ ভালো ভাবে তুলে ধরেন।মানবজাতির নানাবিধ এই অভিনয় নিয়েই "সাজঘর" উপন্যাসটি রচিত।

সাজঘর উপন্যাসটিতে হুমায়ূন আহমেদ তার অসাধারণ লেখনীর ধারা ফুটিয়ে তুলেছেন এক ত্রিভুজ প্রেমের কাহিনী।


গল্পের শুরুতেই মজনু নামক ১৩/১৪ বছরের ছেলেটির বর্ননা দেওয়া হয়েছে। যার জীবনের পুরোটাই ঘিরে আছে 'পূর্বা নাট্যদল' কে কেন্দ্র করে। হয়তো সে গল্পের জন্য প্রয়োজনীয় কেউ নয় তবুও সে জীবনের নাটকে এক পোর খাওয়া সৈনিক,যে প্রতিভাবান হওয়া সত্ত্বেও অবাঞ্ছিত।


নাটকের প্রধান চরিত্র আসিফ আর তার স্ত্রী লিনার জীবনটা এক জটিল সমীকরণের ন্যায় কঠিন।দুর্দান্ত ছাত্র হওয়া সত্ত্বেও আসিফ তার জীবনের প্রকৃত সুখ পায় নাটকের মধ্যে আর তার সাথী লিনাও তার প্রকৃত প্রেমকে খুঁজে পায় এই নাটকের মঞ্চেই।কিন্তু জীবনের এই সুখকে বিসর্জনের মধ্য দিয়েই একদিন লিনা আর আসিফ খুঁজে পায় তাদের জীবনের নক্ষত্র চন্দ্রশীলাকে।


এটি একটি সামাজিক উপন্যাস। মানুষের প্রতি মানুষের ভালোবাসা ফুটে উঠেছে এ উপন্যাসের মাধ্যমে।


ছবি: Alvi Rahman Shouvon


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ