বইপাও.কম – কুরআন ও সহিহ হাদিস ভিত্তিক ইসলামী (যদিও বইপাও ডট কম ইসলামিক বই এবং কন্টেন্ট ছাড়াও অন্যান্য সাধারণ প্রয়োজনীয় এবং শিক্ষানীয় বই এবং কন্টেন্ট প্রকাশ করে থাকে) ওয়েবসাইট। বইপাও ডট কম বাংলা ভাষায় শুদ্ধ ইসলামী জ্ঞানের নানা উপকরণের একটি সমৃদ্ধ ভাণ্ডার এতে রয়েছে শত শত প্রবন্ধ, বই, ইসলামি অডিও/ ভিডিও লেকচার এবং আরও অনেক কিছু যা প্রতিনিয়ত আপডেট করা হয়। এটি ইসলামিক দাওয়াহ তথা কম সচেতন মুসলিম এবং অমুসলিমদের মাঝে ইসলামের সঠিক চিত্র উপস্থাপন, বোধগম্যকরণ, আত্মস্থকরণ এবং সেই সাথে ভ্রান্ত ধারণার অবসান ঘটানোর মানসে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
স্থাপিত: 25th January 2020
অবস্থান: boipaw e-education center , ঢাকা -১২৩০, বাংলাদেশ।
মূল অফিস: আমরা ওয়েবসাইটের সকল কার্যক্রম অনলাইনের মাধ্যমে করে থাকি।
প্রধান উদ্দেশ্য
বইপাও ডট কম ওয়েবসাইটের প্রধান উদ্দেশ্য হচ্ছে, বাংলা ভাষায় সালাফে সালেহীনের উপলব্ধি অনুসারে আহলে সুন্নাহ ওয়াল-জামা‘আহ -এর পথ ও পদ্ধতি মোতাবেক মুসলিমদেরকে তাদের দ্বীনের অত্যাবশ্যকীয় আকীদা ও ইবাদত সংক্রান্ত বিষয়াদির সঠিক জ্ঞান প্রদান এবং অমুসলিমদের কাছে ইসলাম-পরিচিতি ও ইসলামের সৌন্দর্য বর্ণনা; ইসলাম সম্পর্কে প্রচলিত ভুল ধারণা নিরসন ও সংশয় দূরীকরণ করা।
আমাদের আকাঙ্ক্ষা:
- মুসলমানদের ইসলামিক জ্ঞান বৃদ্ধি করা ও তা চর্চা করানো।
- তাওহীদের প্রচার ও শিরক-বিদআতের অপনোদন ।
- ইসলামের নামে ভ্রান্ত মতবাদ, বিজাতীয় মতবাদ, কুসংস্কার, অপসংস্কৃতি, অপব্যাখ্যা দূর করা।
- তাওহীদের ছায়াতলে মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ করা।
- ঈমান ও আমলের মাধ্যমে মানুষকে একটি ‘সুন্দর জীবন’ গড়তে সাহায্য করা
- ইসলামিক ধর্মচিন্তা ও রীতিনীতি সম্পর্কে মুসলমান ভাই বোনকে অবগত করা, যা সন্ত্রাসবাদ, চরমপন্থা, ভুল ধারনা ও বিদ্বেষের বিরুদ্ধে রক্ষাপ্রাচীর।
- অমুসলিমদের মাঝে ইসলামের আহ্বান পৌছানো।
- মুসলমান ভাই বোনদের প্রয়োজনীয় সেবা প্রদান করা।
পরিশেষে: “তোমাদের মধ্যে যারা ঈমান আনে এবং নেক কাজ করে, তাদের সাথে আল্লাহ তায়ালা ওয়াদা করেছেন, তিনি জমিনে তাদের অবশ্যই ক্ষমতা এবং কর্তৃত্ব দান করবেন- যেমনিভাবে তিনি তাদের আগের লোকদের ক্ষমতা এবং কর্তৃত্ব দান করেছিলেন, যে জীবন বিধান তিনি তাদের জন্য পছন্দ করেছেন তাও তাদের জন্য সুদৃঢ় করে দেবেন, তাদের ভীতিজনক অবস্থার পর তিনি তাদের অবস্থাকে শান্তিতে বদলে দেবেন, তারা শুধু আমারই গোলামী করবে, আমার সাথে কাউকে শরীক করবেনা; এরপরও যে তাঁর নাফরমানী করবে তারাই গুনাহগার”।(সুরাহ আন নুরঃ ৫৫)
জান্নাতের পথ সুগম হওয়া নির্ভর করে প্রচেষ্টা চালিয়ে যাওয়ার উপর, ফলাফল লাভের উপর নয়।
আমাদের আকিদাহ ও বিশ্বাস
Indeed, we administrators of ‘boipaw dot com’ are a handful from amongst the Ummah of Muhammad (sallallahu ‘alayhi wassallam) that follow Allāāh Ajwa Jal, His Messengers, and the Salaf as-Saalih (first 3 generations of Islam) in ‘Aqeedah, Guidance, Knowledge, and Action (insha’Allaah). We are of the Ahl as-Sunnah wal Jama’ah.
চরমপন্থা বা চরম উদাসীনতার দিকে না ঝুকে, আমরা মধ্য পন্থা অবলম্বন করি, যে পথে চলতেন মুসলিম উম্মাহর প্রথম প্রজন্ম।
সন্ত্রাসবাদকে এবং ইসলামের নামে সম্পন্নকৃত সন্ত্রাসবাদকে আমরা কঠোরতম ভাষাতে নিন্দা করি এবং এ সকল কর্মপন্থার সঙ্গে আমাদের কোন ধরণের সংশ্লিষ্টতা নেই , এবং এ ধরনের চিন্তা , আচরণ ও কর্মকান্ডকে প্রত্যাখ্যান করি ।
কোনো ধরনের বাণিজ্যিক লক্ষ্য ব্যতীত পুরো বিশ্বজুড়ে ইসলামী জ্ঞান ছড়িয়ে দেয়াই হলো বইপাও ডট কম এর লক্ষ্য ও উদ্দেশ্য । ইসলামকে উপস্থাপন করার অভিপ্রায় থেকে এ আমাদের এক ক্ষুদ্র প্রয়াস।
আল্লাহ যেন আমাদেরকে কবুল করে নেন, আমাদের এই ব্রত, নিষ্ঠা, দ্বীনের পথে দাওয়াতের প্রচেষ্টা কবুল করেন এবং আমাদের স্বপ্ন ও উদ্দেশ্য পূরণে সাহায্য করেন। আমীন।
বইপাও ডট কম সমম্পূর্ণ বিনা মূল্যে, কোন রকম বাণিজ্যিক উদ্দেশ্য ছাড়াই বিশ্বের সর্বত্র শুদ্ধ ইসলামী জ্ঞানের প্রচার ও প্রসার ঘটাতে চায়। ইসলামকে উপস্থাপন করার অভিপ্রায় থেকে এ আমাদের এক ক্ষুদ্র প্রয়াস।
এই ওয়েবসাইটি বিশেষ মতাবলম্বী, রাজনৈতিক দল বা সংগঠনের সাথে কোনো রকম সংশ্লিষ্টতা নেই। এই ওয়েবসাইটির প্রধান উদ্দেশ্য হছে, ইসলামের সঠিক জ্ঞানকে সকল বাংলা ভাষী মানুষের কাছে পোঁছে দেয়া। এই ওয়েবসাইট পাওয়া যাচ্ছে এমন কোন উপকরণের লেখক, বক্তা, প্রকাশক, সহযোগী প্রতিষ্ঠান বা দলের সাথে বইপাও ডট কম এর কোন রকম চুক্তিবদ্ধতা /সংশ্লিষ্টতা নেই। এখানে প্রাপ্ত সকল উপকরণের মৌলিক উদ্দেশ্য জ্ঞান অর্জন।
💕 The Credit Of This Article - Quraner Alo Dot Com
0 মন্তব্যসমূহ
ℹ️ Your Opinion is very important to us, Please Writer your comment below about this Post.....